August 27, 2025
17

মুম্বাই, ২৩ আগস্ট ২০২৫ — বলিউডের জনপ্রিয় নির্মাতা করন জোহর এবং অভিনেত্রী জাহ্নবী কাপুর এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন এক ভিন্ন ভূমিকায়—অতিথি হিসেবে কাজল ও টুইঙ্কল খান্নার নতুন চ্যাট শো-তে। ‘Two Much with Kajol and Twinkle’ নামের এই শোটি শিগগিরই স্ট্রিমিং হবে JioHotstar-এ, যেখানে দুই বলিষ্ঠ অভিনেত্রী কাজল ও টুইঙ্কল প্রথমবারের মতো যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে থাকছেন।

এই বিশেষ পর্বে করন ও জাহ্নবীর অংশগ্রহণকে ঘিরে ইতিমধ্যেই বলিউডে উত্তেজনা ছড়িয়েছে। করন জোহর, যিনি ‘Koffee With Karan’-এর মাধ্যমে ভারতীয় চ্যাট শো সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলেছেন, এবার নিজেই অতিথির আসনে বসতে চলেছেন। তাঁর সঙ্গে থাকছেন তাঁর প্রিয় মেন্টি জাহ্নবী কাপুর, যাঁর প্রথম ছবি ‘ধড়ক’ করনই প্রযোজনা করেছিলেন।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, করন ও জাহ্নবী তাঁদের ব্যক্তিগত ও পেশাগত সম্পর্কের নানা দিক নিয়ে অকপট আলোচনা করবেন কাজল ও টুইঙ্কলের সঙ্গে। এই পর্বটি তাঁদের আসন্ন ছবিগুলোর প্রচারের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। করন বর্তমানে জাহ্নবী অভিনীত ‘Param Sundari’ ও ‘Sunny Sanskari Ki Tulsi Kumari’ ছবির প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন।

চ্যাট শোটি প্রযোজনা করছে Banijay Asia, এবং এটি একটি নির্ভীক, সরাসরি ও রসঘন কথোপকথনের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হয়েছে। কাজল ও টুইঙ্কলের স্বতঃস্ফূর্ততা, রসবোধ এবং স্পষ্টভাষী ব্যক্তিত্ব এই শোকে আলাদা মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

এই পর্বে চারজন বলিউড তারকার আন্তরিক ও অনাবৃত কথোপকথন দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে। শিগগিরই মুক্তি পেতে চলা এই শো ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *