শিলিগুড়ি মহকুমার চাবাগান অধ্যুষিত এলাকায় চিতাবাঘ সহ হাতিদের আনাগোনা হামেশাই দেখা যায়। জাতীয় সড়ক পারাপার করতে গিয়ে একাধিকবার দূর্ঘটনা শিকারে বলি হতে হয়েছে বন্য জীবজন্তুদের। এই জীবজন্তুদের বাঁচাতে ও সাধারণ পথচলতি এবং গাড়ি চালকদের সচেতন বৃদ্ধি করতে “ব্রেক ফর ওয়াইল্ডলাইফ” কর্মসূচি পালন করল কার্শিয়াঙ বনদফতর। শনিবার ঘোষপুকুর মোড়ে ঘোষপুকুর রেঞ্জ এবং স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বু ট্রুপসও ঐরাবত সংগঠনের যৌথ উদ্যোগে এই সচেতনতা বৃদ্ধি করা হয়। জাতীয় সড়ক দিয়ে চলাচলকারী বাস, চারচাকার গাড়ি চালকদের সচেতন বৃদ্ধি করার পাশাপাশি এলাকায় মাইকিং করা হয়। স্বেচ্ছাসেবী সংগঠন জাম্বু ট্রুপসের সদস্য ঋকজ্যোতি সিংহ জানান, গতবছর এবং এবছর পথ দূর্ঘটনায় চিতাবাঘের মৃত্যু হয়েছিল। বন্য জীবজন্তুর মৃত্যু ঠেকাতে প্রতিবছরের মতো এবছরও এই কর্মসূচি পালন করা হচ্ছে।