October 13, 2025
PST 7

বৈশাখ মাসে দিলীপের জীবনে ‘বসন্ত’। আর কয়েক ঘণ্টা বাকি। তারপরে সইসাবুদেই রিঙ্কু মজুমদারের সঙ্গে জীবন কাটানোর অঙ্গীকার করবেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। সকাল থেকেই তাঁর নিউ টাউনের বাড়িতে ‘চাঁদের হাট’। তাঁকে শুভেচ্ছা জানাতে বাড়িতে যান দলের বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, লকেট চট্টোপাধ্যায় আরও অনেকেই।

বিয়ের জন্য এলাহি আয়োজন করেননি দিলীপ। তবে বাড়িতে আসা অতিথিদের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। একেবারে ঘরোয়া, বাঙালি খাবারের পদ ছিল দিলীপের বিয়েতে। আমন্ত্রিতদের পাতে পড়েছে ভাত, ডাল, সবজি, কাতলা মাছ। তবে মিষ্টি ছাড়া আবার বাঙালি বিয়ে হয় নাকি! তাই শেষ পাতে পড়েছে রসগোল্লা এবং আইসক্রিমও।

রাজনৈতিক সতীর্থরা অভিনন্দন জানিয়েছেন তাঁকে। সুকান্ত দিলীপ ঘোষ ও তাঁর হবু স্ত্রীকে উপহার দিয়েছেন পাঞ্জাবি এবং শাড়ি। শমীক ভট্টাচার্যও দিলীপকে দিয়েছেন পাঞ্জাবি। জানা গিয়েছে, অতিথিদেরও ‘রিটার্ন গিফ্ট’ দিয়েছেন দিলীপ।

শুক্রবার ৪ বৈশাখ গোধূলি লগ্নি বিয়ে হবে তাঁর। বর এবং কনেপক্ষ মিলিয়ে নিমন্ত্রিতের সংখ্যা ৩০ জন। এ দিকে শনিবার দিলীপ ঘোষের জন্মদিন। এ দিন রুটিন মাফিক মর্নিং ওয়াক করতে যাবেন তিনি। সেখানে পালন হবে দিলীপ ঘোষের জন্মদিনও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *