
দেশেবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সপ্তমবার বাজেট পেশ করে একাধিক ঘোষণা করেন। করোনার সময় থেকে কারোর যাতে খাওয়াদাওয়ার অসুবিধা না হয় সেই কারণেই এদেশের দরিদ্র নাগরিকদের জন্য বিনামূল্যে রেশন দেওয়া শুরু হয়েছিল।
এবার বাজেট পেশের সময় জানানো হল, আগামী ৫ বছরের জন্য বিনামূল্যে রেশন ব্যবস্থা চালু রাখবে কেন্দ্রীয় সরকার। অর্থাৎ ভোটের আগে যেমন প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তেমনটাই করা হল। বর্তমানে এদেশে প্রায় ৪০ কোটির বেশি মানুষের রেশন কার্ড রয়েছে। এর ফলে কোটি কোটি মানুষের সুরাহা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।