November 21, 2024

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুবছর পর জেল থেকে বাড়ি ফিরেছেন অনুব্রত।

এ বছর দুর্গাপুজো মেয়ে সুকন্যাকে নিয়ে বাড়িতে কাটাবেন তিনি। ২০২২ সালের আগস্ট মাসে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট। এবার ধুমধাম করে নানুরের হাটসেরান্দি গ্রামে তার গ্রামের বাড়িতে পুজো হবে বলে মনে হচ্ছিল। প্রস্তুতিও শুরু হয়েছিল।

তবে বোলপুরে ফিরেই আর্থিক অবস্থার কথা জানিয়ে কেষ্ট, বললেন এখন আর আর্থিক সামর্থ্য নেই। তাই এবারের পুজোয় আর লোক খাওয়ানো সম্ভব নয়। প্রসঙ্গত, কেষ্টর গ্রামের বাড়িতে প্রতিবার ধুমধাম করে মায়ের আরাধনা করা হয়। প্রতিবছর অনুব্রতর বাড়ির পুজোয় নিয়মিত ৩ থেকে ৪ হাজার মানুষজন পেট ভরে খাওয়াদাওয়া করেন। তবে এবার সেই রীতি পালন হবে না বলেই জানালেন অনুব্রত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *