April 18, 2025
embape 2

লেগানেসের বিরুদ্ধে কিলিয়ান এমবাপের জোড়া গোল। লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের সমান পয়েন্ট। যদিও এমবাপেরা একটি ম্যাচ বেশি খেলেছেন । শনিবার রেকর্ডও গড়েছেন এমবাপে। ছুঁয়েছেন  ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে প্রথম মরসুমে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি একক ভাবে পর্তুগালের রোনাল্ডোর ছিল। তিনি ৩৩টি গোল করে রেকর্ডটি করেছিলেন। মরসুম শেষ হওয়ার আগেই ৩৩টি গোল করে ফেলেছেন এমবাপে।এবার তাঁর কাছে সুযোগ রয়েছে রোনাল্ডোকে টপকে যাওয়ার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে মোট ৪৪ ম্যাচে ৩৩টি গোল করেছেন এমবাপে।

রোনাল্ডো ২০০৯-১০ সালে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেই বছর ৩৩টি গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি। তবে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি এখনও পর্যন্ত রয়েছে রোনাল্ডোর নামে। তিনি মোট ৪৫০টি গোল করেছেন। ম্যাচ জিতে এমবাপে জানান,  এটা খুবই স্পেশ্যাল তাঁর কাছে। রোনাল্ডোর সঙ্গে এক জায়গায় নাম থাকলে তাঁর ভাল লাগে।

ম্যাচে প্রথম গোলটি পেনাল্টি থেকে করেছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু এক মিনিটের মাথায় দিয়েগো গার্সিয়া সেই গোল শোধ করে দেন। প্রথমার্ধে ১-২ গোলে পিছিয়ে পরেছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল শোধ করেন জুড বেলিংহ্যাম। মাদ্রিদের হয়ে জয়সূচক গোলটি এমবাপেই করেন। ৭৬ মিনিটের মাথায় গোলটি করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *