October 13, 2025
SIL 1

রামবন জেলায় ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। আচমকাই পাহাড়ি এলাকায় মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে। প্রবল জলের স্রোত ও ধসের কারণে অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে ও আরও অন্তত ৫ জন নিখোঁজ বলে জানা গিয়েছে।

প্রশাসন সূত্রে খবর, মেঘভাঙা বৃষ্টির পর গ্রামীণ এলাকায় হঠাৎ করেই জল ও কাদার স্রোতে বেশ কয়েকটি বাড়ি ভেসে যায়। বিপর্যস্ত এলাকায় দ্রুত উদ্ধারকার্য শুরু হয়েছে। নিখোঁজদের খোঁজে নামানো হয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ দলের কর্মীরা।

স্থানীয় বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলে এখনও প্রবল বৃষ্টিপাত চলছে, ফলে উদ্ধারকার্যে কিছুটা বাধা তৈরি হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো পাওয়া যায়নি।

উল্লেখ্য, বর্ষাকালে প্রায়ই জম্মু ও কাশ্মীরের পাহাড়ি জেলাগুলোতে মেঘভাঙা বৃষ্টির ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *