October 13, 2025
dhosh

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে টানা বর্ষণে ধসের সম্ভাবনা তৈরি হওয়ায় জাতীয় সড়ক ১০-এ সেভক (পশ্চিমবঙ্গ) থেকে রংপো (সিকিম) পর্যন্ত পথে ভারী বাণিজ্যিক যানবাহনের চলাচলে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করল ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড ।

নির্দেশিকা অনুযায়ী, ভারী বাণিজ্যিক যান চলাচল শুধুমাত্র সপ্তাহে তিন দিন—সোমবার, বুধবার ও শুক্রবার, রাত ১২টা থেকে রাত ১১:৫৯ পর্যন্ত অনুমোদিত থাকবে। তবে, যাত্রীবাহী বাস আগের মতোই চলতে পারবে। এই সিদ্ধান্ত এসেছে উত্তরবঙ্গ ও সিকিমে লাগাতার প্রবল বৃষ্টিপাতের জেরে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ইতিমধ্যেই একাধিক ভূমিধস, নদীর জলস্ফীতি ও বন্যার কারণে কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে NH-10 সড়কের অবকাঠামোও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *