
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট।
এই আবহে মুখ খুললেন সিপিএম নেতা তথা প্রবীণ আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। ঘটনার জন্য রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন তিনি। প্রবীণ আইনজীবী বলেন, ‘গোটা নিয়োগ প্রক্রিয়াই দুর্নীতিগ্রস্ত। প্রক্রিয়া যখন জন্ম থেকেই দুর্নীতিগ্রস্ত হয়, তখন তার ফসল হিসেবে কে যোগ্য, কে অযোগ্য সেটা নির্ণয় করার কোনও প্রয়োজনই নেই। সাংবিধানিক দৃষ্টিভঙ্গি থেকে সেই দরকারও পড়ে না’।
সিপিএম নেতা দাবি করেন, আদালত বারংবার বলেছে যে পদ্ধতিতে নিয়োগ হয়েছে সেটাই ভুল। তাতেই জালিয়াতি হয়েছে। অতএব কারা সেই জালিয়াতির ফাঁদে জড়িয়েছেন, কারা তাঁদের মধ্যে যোগ্য, কারা অযোগ্য সেটা বাছাই করা আদালতের দায়ই নয় বলেন তিনি।