July 20, 2025
me3si 3

বার্সেলোনায় তাঁরা দীর্ঘ দিন কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। এখন আমেরিকার ইন্টার মায়ামিতেও একে অপরের সতীর্থ। সেই লুই সুয়ারেজ়ের সঙ্গে হাত মিলিয়েই নতুন ক্লাব তৈরি করলেন মেসি। উরুগুয়ের পেশাদার লিগ খেলবেন তাঁরা । ২০১৮ সালে উরুগুয়ের সিউদাদ দে লা কোস্তায় ২০ একর জমির উপর প্রাথমিক ভাবে একটি স্পোর্টস কমপ্লেক্স তৈরি করেছিলেন সুয়ারেজ়‌। নাম দিয়েছিলেন ‘ডেপোর্টিভো এলএস’। এত দিন পর্যন্ত স্থানীয় প্রতিভাদের যত্ন নেওয়া এবং স্থানীয়দের সাহায্য করার মধ্যেই সীমাবদ্ধ ছিল ক্লাবের কর্মসূচি। এ বার পুরোদস্তুর ফুটবল ক্লাব হিসাবে নিজেদের তৈরি করেছেন তারা। এই ক্লাবের একটি স্টেডিয়ামও রয়েছে।

মঙ্গলবার সমাজমাধ্যমে নতুন এই ক্লাবের কথা ঘোষণা করেন সুয়ারেজ়। ক্লাবের নামের শেষে ‘এলএস’-এর (লুইস সুয়ারেজ়‌) সঙ্গে ‘এম’ (মেসি) অক্ষরটি ক্লাবের নামের শেষে যোগ করা হয়েছে । উরুগুয়ে ফুটবলের চতুর্থ ডিভিশন থেকে খেলা শুরু করবেন তারা।

বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মেসি এবং সুয়ারেজ়  যৌথ ভাবে এই ক্লাবের দেখাশোনা করবে। কোচ নিয়োগ থেকে ফুটবলার সই করানো, সবই তাঁরা সামলাবেন। উরুগুয়ের প্রাক্তন ফুটবলার আলভারো রিকোবাকে কোচ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। নতুন ক্লাব প্রসঙ্গে মেসি বলেছেন, এই প্রকল্পের সঙ্গে তাঁকে যুক্ত হতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য লুইসের কাছে তিনি কৃতজ্ঞ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *