
আসামের অন্যান্য জেলায় চলমান উচ্ছেদ অভিযানের থেকে সম্পূর্ণ ভিন্ন এক ইতিবাচক চিত্র দেখা গেল নগাঁও জেলায়। এখানে প্রায় ১৯,৭০৯ বিঘা সরকারি জমি দখল থাকা সত্ত্বেও, জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে স্থানীয় বাসিন্দারা নিজেরাই নিজেদের দখলে থাকা জমি ছেড়ে দিয়েছেন।
উচ্ছেদ অভিযানের প্রথম ধাপে ধিং রাজস্ব সার্কেলের অধীনে বালিকোটিয়া এবং জেনগোনি এলাকার দখলদারদের উচ্ছেদ করার কথা ছিল। কিন্তু জেলা প্রশাসনের নোটিশ পাওয়ার পর, বাসিন্দারা নির্ধারিত সময়ের আগেই নিজেদের বুলডোজার ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে জমি খালি করে দেন।