
এসএসসিতে ২০১৬ সালের নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি করা হয়েছে। এই নিয়োগপ্রক্রিয়ার কোনও বিশ্বাসযোগ্যতা নেই বলেই চলে। এরপরই নবান্নে জরুরি ভিত্তিতে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর সেই বৈঠকে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও।
বৈঠকের পরই মুখ্যমন্ত্রী বলেন জানিয়েছেন , বিচার ব্যবস্থার প্রতি পুরো সন্মান জানিয়ে। কোনও বিচারপতির বিরুদ্ধে আমরা কোনও আগুল তুলছি না ।মুখ্যমন্ত্রী বলেন আমি নিজেও আইনজীবী হিসেবে লড়াই করেছি বেশ কয়েকবার। কিন্তু দেশের নাগরিক হিসেবে আমি বিচারটা মেনে নিতে পারছি না একদমই। মানবিক ভাবে আমরা এটা মেনে নিতে পারছি না।”খ্যমন্ত্রী বলেন, রায়ের ৪৬ নম্বর প্যারায় পরিস্কার করে বলা রয়েছে, যারা ইতিমধ্যে চাকরি পেয়েছেন, তাদের কোনও টাকা ফেরত দিতে হবে না। যাদের বাতিল করা হয়েছে, তাদের অ্যালাও করা যাবে যদি প্রয়োজন বলে মনে হয়, বা বয়সে ছাড়, অন্যান্য ছাড় দেওয়া হবে, অংশগ্রহণ করার জন্য নতুন নিয়োগে ছাড়া হবে ।
মমতা বলেছেন আত্মরক্ষার জন্য একটা সুযোগ দেওয়া উচিত। এডুকেশন সিস্টেমটাকে শক্ত করে তুলা উচিৎ।এই ঘটনার জন্য ৫০টা লোককে খুন করা হয়েছে। শাস্তি কী হয়েছে? আমাদের এই কেসে শিক্ষামন্ত্রীকে জেলে রেখেছে । তা নিয়ে আমরা তো কিছু বলিনি। একই অপরাধে কতবার শাস্তি হতে পারে । এসএসসি একটা স্বশাসিত সংস্থা, আমরা হস্তক্ষেপ করি না।এখন পর্যন্ত সংবাদ সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর বক্তব্য।