
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে অন্যতম আবাস যোজনা। বাংলার আবাস যোজনা প্রকল্পে অনুমোদিত তালিকার ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে।
এই সময়েই আবাস যোজনা নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নতুন করে আটটি জেলার প্রায় এক লক্ষ উপভোক্তাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। প্রথম কিস্তিতে ৬০ হাজার টাকা করে বরাদ্দ দেওয়ার কাজ আগেই শুরু হয়েছে।
এরই মধ্যে আরও এক লক্ষ উপভোক্তা যুক্ত হতে চলেছে বাংলার আবাসে। আবাস (প্লাস) প্রকল্পের তালিকায় মোট উপভোক্তা সংখ্যা ছিল প্রায় ২৮ লক্ষ। যার মধ্যে ১১ লক্ষ উপভোক্তার তালিকাকে কেন্দ্র সরকার ২০২২ এর নভেম্বরে অনুমোদন দিয়েছিল। বাকি যে সংখ্যক উপভোক্তা ছিল তাদের মধ্যে থেকে এই নতুন অন্তর্ভুক্তি।