August 16, 2025
manipur

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। মণিপুর ও উত্তর-পূর্ব ভারতের জন্য এক গর্বের মুহূর্ত নিয়ে এল কিউবটেন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর হাওবাম জয়রেম্বা।

তিনি অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ১০০টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই শীর্ষ সম্মেলনে ডিজিটাল সার্বভৌমত্ব, নৈতিক এআই, এবং উন্নয়নশীল দেশ ও গ্লোবাল সাউথকে শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার – এই বিষয়গুলির ওপর গুরুত্বারোপ করা হয়।

জয়রেম্বার উপস্থিতি কেবল প্রতীকী ছিল না – তিনি সম্মেলনের স্পিকার নির্বাচন কমিটির সদস্য হিসাবে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। ১৬০টিরও বেশি স্পিকারের আবেদন পর্যালোচনা করে আট রাউন্ডের বেশি বৈশ্বিক মূল্যায়নে তিনি অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *