এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপ এবং এনসিসির অন্যান্য আধিকারিকগণ মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকালে মেজর জেনারেল গগন দীপ ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে এনসিসির কাজকর্ম সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সাথে এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপ, অন্যান্য আধিকারিক এবং এনসিসি ক্যাডেটগণ মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে সাক্ষাৎ করেন।
সেই সময় মুখ্যমন্ত্রী এনসিসির অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল মেজর জেনারেল গগন দীপকে উত্তর পূর্বাঞ্চলে এনসিসির উল্লেখযোগ্য কর্মকান্ডের জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন। মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার সামাজিক উন্নয়ন, সমাজ সেবা ও প্রশিক্ষণের ক্ষেত্রে এনসিসি এনইআর এবং শিলচর গ্রুপের উল্লেখযোগ্য সাফল্য রয়েছে। তিনি যুব সমাজে দেশভক্তির ভাবনা ও একতার ভাবনা জাগ্রত করতে এনসিসির ভূমিকার কথা উল্লেখ করে রাজ্য ও দেশের উন্নয়নে যোগদানের জন্য ক্যাডেটদের আহ্বান জানান। এনসিসির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে স্মারক তুলে দেওয়া হয়।