
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। টানা ঝড়-বৃষ্টির জেরে অনেকটাই কমেছিল তাপমাত্রা, তবে এবার বাড়বে গরম।
আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কতা। ফের পারদ চড়বে বলে আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্যের অধিকাংশ জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই উর্দ্ধমুখী হবে পারদ। একধাক্কায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়ার পূর্বাভাস। সঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পশ্চিমের চার থেকে ছয় জেলায়।
মূলত তাপপ্রবাহের সম্ভাবনা পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। ৯ ও ১০ মে সতর্কতা জারি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূমে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলা গুলিতেও অস্বস্তিকর গরম থাকবে। সপ্তাহান্তে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি এবং পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রিতে পৌঁছে যেতে পারে।