April 17, 2025
mesi 2

মরসুমে এই প্রথম গোল করতে ব্যর্থ হল ইন্টার মায়ামি। গোটা ম্যাচ জুড়েই নিষ্প্রভ রইলেন লিয়োনেল মেসি। তিনি সুযোগ তৈরি করতে না পারায় সমস্যায় পড়ল ইন্টার মায়ামি। শিকাগো ফায়ারের বিরুদ্ধে পুরপুরি গোলশূন্য ড্র করল তারা। এই ড্রয়ের ফলে মেজর লিগ সকারে কিছুটা চাপেই রইল মায়ামি।

শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে মেসির খেলা দেখতে প্রায় বাষট্টি হাজার দর্শক গিয়েছিলেন। কিন্তু দর্শকদের আশা পূর্ণ না। মেসি ও তাঁর সতীর্থ লুই সুয়ারেস পুরো ম্যাচে হাতেগোণা সুযোগই তৈরি করতে পারলেন। তা থেকে গোল পেল না মায়ামি। শিকাগো প্রথমার্ধে দাপট দেখায় । দু’বার গোলের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল তারা।

মৌরিসিয়ো পিনেডার শট  মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি বাঁচান। ফিলিপ জ়িঙ্কেরনাগেলের শট পোস্টে লেগে বেরিয়ে যায়। তবে ম্যাচের শুরুতেই সুযোগ পেয়েছিলেন লিয়োনেল মেসি। কিন্তু তাঁর শট বাঁচিয়ে দেন শিকাগোর গোলরক্ষক ক্রিস ব্র্যাডি। দ্বিতীয়ার্ধেও চাপ তৈরি করে রাখে শিকাগো। ৮৮ মিনিটে ম্যাচের সবচেয়ে সহজতম সুযোগ পায় তারা। জোনাথন বাম্বার শট বাঁচান উস্তারি। মারেন সেলাসির কাছে ফিরতি বল যায় । কিন্তু পোস্টের পাস দিয়ে বল বেরিয়ে যায়।শিকাগোকে হারাতে পারলে দ্বিতীয় স্থানে যাওয়ার সুযোগ ছিল ইন্টার মায়ামির। কিন্তু পয়েন্ট নষ্ট হয়েছে তাঁদের। এই ম্যাচের পর সাত ম্যাচে মায়ামির পয়েন্ট ১৫। পয়েন্ট তালিকায় আপাতত চার নম্বরে রয়েছে তারা। নিজেদের উপর নিজেরাই চাপ বাড়িয়েছে মেসিদের ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *