আসামের জনপ্রিয় সঙ্গীত পরিচালক রমেন বড়ুয়া তিন দিন ধরে নিখোঁজ। তিন দিন আগে মন্দিরে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন ৮৪ বছর বয়সী এই শিল্পী। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। খবরটি প্রকাশ্যে আসতেই গোটা রাজ্যে তোলপাড় শুরু হয়। সংগীতশিল্পী নিখোঁজ হওয়ায় উদ্বিগ্ন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পুলিশের পাশাপাশি এনডিআরএফ ও এসডিআরএফ দল ইতিমধ্যেই শিল্পীর খোঁজ শুরু করেছে।
সূত্রের খবর, সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে গুয়াহাটি হাইকোর্টের গলি দিয়ে ব্রহ্মপুত্র নদীর তীরে হাঁটছেন রমেন বড়ুয়া। হাইকোর্টের কাছে তার মোবাইলের সর্বশেষ লোকেশন পাওয়া গেছে। এক্স হ্যান্ডেলে হিমন্ত বিশ্বশর্মা লিখেছেন, ‘শ্রী রমেন বড়ুয়ার হঠাৎ নিখোঁজ হওয়াতে আমি খুবই চিন্তিত। সকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না। পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ভক্তরাও বেশ চিন্তিত। আমি গুয়াহাটির পুলিশ কমিশনার মিঃ দিগন্ত বোরাকে বলেছি তাকে খুঁজে বের করতে সব ক্ষমতা ব্যবহার করতে।’