
২৬ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভারতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হল মিজোরামের রাজধানী আইজল। এই ঐতিহাসিক সংযোগের ফলে উত্তর-পূর্ব ভারতের অন্যতম দুর্গম ও পাহাড়ি এই রাজ্য এবার আরও নিবিড়ভাবে যুক্ত হল দেশের মূলস্রোতের সঙ্গে।
নতুন রেললাইনটি সিলচর থেকে ভায়া ভৈরবি হয়ে আইজল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল বহু বছর আগে, তবে প্রতিকূল ভৌগোলিক অবস্থান ও অবকাঠামোগত চ্যালেঞ্জের কারণে দীর্ঘসূত্রতা দেখা দেয়।
রেল সংযোগ চালু হওয়ার ফলে মিজোরামের মানুষ যেমন সহজে দেশের অন্যান্য প্রান্তে যাতায়াত করতে পারবেন, তেমনি রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নেও নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে। কৃষিপণ্য, হস্তশিল্প ও পর্যটন শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই নতুন রেল যোগাযোগ।
রেল মন্ত্রকের এক আধিকারিক জানান, “এই সংযোগ শুধু একটি প্রকল্প নয়, এটি উত্তর-পূর্ব ভারতের এক নতুন অধ্যায়ের সূচনা।”
আইজলবাসীর মধ্যে এই রেল সংযোগ নিয়ে বিপুল উৎসাহ ও আবেগ দেখা গেছে। বহু মানুষ স্টেশনে ভিড় করেন প্রথম ট্রেনটি দেখতে ও সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে।
প্রসঙ্গত, স্বাধীনতার পর ভারতের সব রাজ্যের রাজধানীর সঙ্গে রেল যোগাযোগ স্থাপন করা হলেও, আইজল সেই তালিকা থেকে দীর্ঘদিন বাদ ছিল। অবশেষে সেই অপূর্ণতা পূরণ হলো ২০২৫ সালে।
এই রেল সংযোগ উত্তর-পূর্ব ভারতের অন্যান্য প্রদেশগুলিতেও পরিকাঠামোগত উন্নয়নের বার্তা নিয়ে এলো বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।