October 12, 2025
SIL 2

টিয়ানজিনে অনুষ্ঠিত সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (SCO) শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট বার্তা দিলেন— সন্ত্রাসবাদ নিয়ে কোনো দ্বৈরথ মেনে নেওয়া হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ উপস্থিত থাকাকালীনই মোদি বলেন, সন্ত্রাসবাদ একটি বৈশ্বিক হুমকি, তাই এ বিষয়ে একটিই মানদণ্ড প্রযোজ্য হওয়া উচিত।

প্রধানমন্ত্রী জানান, SCO হচ্ছে নিরাপত্তা, সংযোগ ও সুযোগের (Security, Connectivity & Opportunity) প্ল্যাটফর্ম। তাই এই মঞ্চকে ব্যবহার করে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে।

মোদি তাঁর বক্তৃতায় কাশ্মীরের পহালগাঁও হামলার কথাও স্মরণ করান। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া ওই নৃশংস সন্ত্রাসী হামলায় বহু নিরীহ মানুষের প্রাণ হারিয়েছে। এই ঘটনা প্রমাণ করে, সন্ত্রাসবাদ শুধু একটি দেশের নয়, বরং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকেও মোদি সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি সীমান্তে শান্তি বজায় রাখা, বাণিজ্যের অসমতা কমানো, বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন।

মোদির বক্তব্যে স্পষ্ট— ভারত চায় SCO হোক শান্তি, উন্নয়ন ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতীক, তবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বজায় রেখে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *