July 20, 2025
maa uralpul

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় খবর কতৃপক্ষের তরফে। সকাল থেকে রাত, মা উড়ালপুল দিয়ে যাতায়াত করেন প্রচুর মানুষ। তবে এবার কলকাতার অন্যতম ব্যস্ত এই ফ্লাইওভার নিয়েই বড় খবর। আগামী রোজ ৭ ঘণ্টা ধরে বন্ধ থাকবে মা উড়ালপুল।

কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বন্ধ রাখার কথা জানানো হয়েছে। বলা হয়েছে, সায়েন্স সিটি থেকে পিটিএস মুখী অংশ বন্ধ থাকবে। রোজ রাত ১১টা থেকে ভোর ৬টা অবধি যান চলাচল বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত গ্রহণ।

যাতায়াতকারীদের সুবিধার জন্য বিকল্প পথে যানবাহনগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ই এম বাইপাস থেকে কলকাতা শহরের পশ্চিমমুখী গাড়িগুলিকে ঘুরিয়ে দেওয়া হবে। ইএম বাইপাস থেকে এই রুটের যানবাহনগুলি এই এক মাস পরমা আইল্যান্ড, পিসি কানেক্টর, ৪ নং ব্রিজ, নিউ পার্ক স্ট্রিট, কংগ্রেস এক্সিবিশন রোড, আমির আলি অ্যাভিনিউ/ নাসিরুদ্দিন রোড থেকে এজেসি ফ্লাইওভার হয়ে চলাচল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *