
গুজরাতের আহমেদাবাদে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ছেলের কান্না সহ্য করতে না পেরে তাকে প্রাণেই মেরে দিলেন মা। এই মর্মান্তিক ঘটনা সামনে আসার পরই গ্রেফতার করা হয়েছে ২২ বছর বয়সী ওই মহিলাকে।পুলিশ সূত্রে জানাগিয়েছে, বেশ কয় একদিন ধরেই পাওয়া যাচ্ছিল না সেই তিন মাস বয়সী শিশুকে। সেই শিশুকে খুজে না পাওয়া পুলিশের কাছে অভিযোগদায়ের করেন শিশুটির বাবা।পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরই, সোজা শিশুটির বাড়িতে চলএসে, খোঁজাখুঁজি শুরু করে।
এর পর অম্বিকানগর এলাকায় নিজের বাড়ির জলের ট্যাঙ্কে শিশুটির মৃতদেহ দেখতে পায় পুলিশ। জানা যায় মা-ই শিশুটিকে জলের ট্যাঙ্কে ফেলে দিয়েছিলেন। গর্ভবতী হওয়ার পর থেকেই অভিযুক্ত মা মানসিক ও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
পরিবারের সদস্যদেরও প্রায়ই বলতেন বাচ্চা কান্নাকাটিতে তিনি বিরক্ত হয়ে ওঠেন। কিন্তু একজন মা এমনটা যে করবে সে কথা কেউ কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। জলের ট্যাঙ্কে শিশুর মৃতদেহ পাওয়ার পর পুলিশ সন্দেহ করে, এই উঁচু জলের ট্যাংক এর মধ্যে শিশুটি কিভাবে পৌঁছালো, শিশুটির পক্ষে সেখানে একা পৌঁছানো সম্ভব নয়, ঘটনার তদন্ত করতেই সামনে এলো এই মর্মান্তিক ঘটনা