
দ্বিতীয় দিনেও বেশ কয়েকটি শিবির পরিদর্শন করে ব্যক্তিগত উদ্যোগে ফুড প্যাকেট বিতরন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনও প্রায় ৯৫০ টি ফুড প্যাকেট বিতরণ করেন। সম্প্রতি রাজ্যের প্রবল বৃষ্টি এবং বন্যা পরিস্থিতিতে পশ্চিম ত্রিপুরা জেলায় বন্যা দুর্গতদের আশ্রয় নেওয়া ৫ টি শেল্টার হাউজ পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব।
প্রতাপগড় ঋষিদাস পাড়া – ইংলিশ মিডিয়াম স্কুল, প্রতাপগড় – রামকৃষ্ণ সংঘ, আগরতলা হিন্দি স্কুল, দূর্গাচৌমুনী বিপনি বিতান ও জগৎপুর ইয়ুথ স্টার ক্লাবে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের শিবির গুলি পরিদর্শন করেন। শিবির গুলিতে বিপ্লব কুমার দেবের সাথে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, বিজেপি সহ-সভাপতি পাপিয়া দত্ত, সদর জেলা সভাপতি অসীম ভট্টাচাৰ্য প্রমুখ l
প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে এই ফুড প্যাকেট গুলি পেয়ে খুশি বন্যা ক্ষতিগ্রস্থরা। যাতে রয়েছে ৫ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, সরিষার ভোজ্য তেল, এক প্যাকেট সয়াবিন, ৫০০ গ্রাম পেঁয়াজ, ৫০০ গ্রাম আলু, লবন, বিস্কিট।