
শিক্ষক ব্যস্থার সংকট অবস্থার জন্য একাধিকবার বিভিন্ন রকম ভাবে অভিযোগ উঠেছে, এবার সেই অভিযোগ উঠল আরও চরমে। অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি ত্রিপুরার সরকারি শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। চার দফা দাবিতে কমিটির সদস্যরা শিক্ষা বিভাগের অধিকর্তার নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন।
কমিটির বক্তব্য অনুযায়ী, রাজ্যের বহু স্কুলে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। কোথাও কোথাও একজন শিক্ষকই পুরো বিদ্যালয় চালাচ্ছেন। উপরন্তু, শিক্ষকদের পঠনপাঠনের বাইরে প্রশাসনিক দায়িত্বও চাপিয়ে দেওয়া হচ্ছে, যা শিক্ষার মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
কমিটির অভিযোগ, এতদিন রাজ্যের অধিকাংশ বিদ্যালয়ে বাংলা মাধ্যমে পাঠদান ও ত্রিপুরা বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন-এর অধীনেই শিক্ষা কার্যক্রম চলছিল। কিন্তু ২০২০ সালের জাতীয় শিক্ষানীতি চালু হওয়ার পর সরকার হঠাৎ করে ১২৫টি ঐতিহ্যবাহী বিদ্যালয়কে ‘বিদ্যাজ্যোতি প্রকল্প’-এর আওতায় এনে পাঠ্যক্রম ইংরেজি মাধ্যমে রূপান্তর করে ও সিবিএসই বোর্ডের অধীনস্থ করে দেয়।