
বিগত বেশ কিছু মাস ধরে চলছে মামলা তা সত্ত্বেও হয়নি কোনো সুরাহা। দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে ‘উৎসশ্রী’ পোর্টাল। যার জেরে আটকে রয়েছে শিক্ষক-বদলি। আগেও এই নিয়ে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবার ভিন্ন এক মামলায় রাজ্যের ‘উৎসশ্রী’ পোর্টালের বর্তমান অবস্থা জানতে চাইল কলকাতা হাইকোর্ট।
রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ২১ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দেওয়ার ডেডলাইন বেঁধে দিয়েছে উচ্চ আদালত। শিক্ষক-শিক্ষিকাদের বদলির ক্ষেত্রে সুবিধা করে দিতে উৎসশ্রী পোর্টাল চালু করেছিল রাজ্য। তবে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠে আসে।
২০২২ সালে শিক্ষক বদলি সংক্রান্ত এই পোর্টাল বন্ধ রাখার প্রক্রিয়া শুরু হয়। তার পর থেকে আর খোলা হয়নি। শিক্ষক মহলেলের অভিযোগ, এ বিষয়ে শিক্ষা দফতরের কোনো সদিচ্ছা নেই। এদিকে এর জেরে ভোগান্তিতে হাজার হাজার শিক্ষক।