
অভিযোগ উঠছিল বিগত বেশ কিছুদিন ধরেই, এবার সেই অভিযোগ কর্মসূচির আকার ধারণ করলো। বিভিন্ন রাজ্যে কনজিউমার্স অ্যাসোসিয়েশনগুলি যৌথ উদ্যোগে “স্মার্ট মিটার বাতিল করা, বিদ্যুতের বেসরকারীকর বন্ধ করা সহ ৭-দফা দাবিতে সর্বভারতীয় ভিত্তিতে গণস্বাক্ষর সংগ্রহ করে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকলিপি প্রদান করার কর্মসূচী গ্রহণ করেছে ইলেক্ট্রিসিটি কনজিউমারস অ্যাসোসিয়েশন।
এরই অঙ্গ হিসেবে ত্রিপুরা রাজ্যেও আন্দোলন সংগঠিত করা হচ্ছে। ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসেসিয়েশন স্মার্ট মিটার বাতিলের দাবিতে বিভিন্ন তথ্য তুলে ধরেছেন। ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসেসিয়েশন নেতৃত্ব জানান, বিদ্যুৎ গ্রাহকদের অর্থ লুট করার যন্ত্র প্রিপেইড স্মার্ট মিটার বাতিল করার দাবিতে সারা দেশের সাথে ত্রিপুরা রাজ্যেও ‘ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসেসিয়েশন’ আন্দোলন সংগঠিত করছে।
তিনি অভিযোগ করে বলেন, কেন্দ্রীয় সরকার আদানী, টাটা, টেরেন্ট সহ বিভিন্ন কর্পোরেট সংস্থাকে বিদ্যুৎ গ্রাহকদের উপর বোঝা চাপিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা অর্জনের সুযোগ করে দিতেই এই স্মার্ট মিটার বসানো হচ্ছে।