October 13, 2025
dr manik saha 2

জনসাধারণের সুবিধার্থে একাধিক নির্দেশ রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। বিচার প্রক্রিয়া যাতে স্বচ্ছ, দ্রুত এবং সাধ্যের মধ্যে হয় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। মানুষ যাতে বিচার পেতে হয়রানির শিকার না হয় সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি রাজ্যের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন করার লক্ষ্যে কাজ করছে সরকার।

পশ্চিম জেলার মোহনপুর মহকুমায় সাব ডিভিশন্যাল জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট ও সিভিল জজ (জুনিয়র ডিভিশন) কোর্টের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, সাব ডিভিশন্যাল জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট কোর্টের উদ্বোধন মোহনপুরের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে এই কোর্ট ভবন তৈরির পরিকাঠামো করা হয়েছে। আমাদের আটটি জেলায় জেলা আদালত রয়েছে। রাজ্যের ২৩টি মহকুমার মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৫টি সাব ডিভিশন্যাল জুডিশিয়্যাল ম্যাজিস্ট্রেট কোর্ট হয়েছে। এরমধ্যে মোহনপুরে নতুন সংযোজন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *