
রাজ্যকে নেশামুক্ত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে। যার মাঝে নেওয়া হয়েছে বেশকিছু কঠিন পদক্ষেপও। এই পদক্ষেপকে আরও এগিয়ে নিয়ে যেতে ঊনকোটি জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকবিরোধী লড়াই নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা সদর কৈলাসহরে পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য পুলিশের মহা-পরিচালক (ডিজিপি) অনুরাগ ধ্যানকর। বৈঠকে উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ, উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রাই, জেলার মহকুমা পুলিশ আধিকারিকবৃন্দ, বিভিন্ন থানার ওসি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা।
সভা শেষে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম ঊনকোটি সফর হলেও পূর্বেও বহুবার তিনি এই জেলায় এসেছেন। তিনি বলেন, “তাঁর এই সফরের মূল লক্ষ্য হলো মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়ার লক্ষ্যে মাঠপর্যায়ে কৌশল নির্ধারণ এবং প্রয়োগের রূপরেখা তৈরি করা। তিনি বলেন, “আমাদের রাজ্যে বর্তমানে ৩০ শতাংশের বেশি আসামি দণ্ডিত হচ্ছেন, যা একটি ইতিবাচক ইঙ্গিত।”