August 27, 2025
tiger

যত দিন এগোচ্ছে ততোই কমছে বাঘের ঘনত্ব। যেখানে দেশের বেশ কিছু জায়গায় বাঘ প্রায় লুপ্তপ্রায় হতে চলছে সেখান থেকে দেশেরই অন্য এক রাজ্যে বাঘের ঘনত্ব বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাঘ দিবস উপলক্ষে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন, দখলদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রাজ্য তার বন্যপ্রাণী সংরক্ষণাগারগুলির পরিধি বৃদ্ধি করেছে।

তিনি উল্লেখ করেন, বাঘের ঘনত্বের দিক থেকে আসাম বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে। জানা গেছে, কাজিরাঙ্গা টাইগার রিজার্ভে প্রতি ১০০ বর্গকিলোমিটারে ১৮.৬৫টি বাঘের ঘনত্ব রেকর্ড করা হয়েছে, যা কর্ণাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ (১৯.৮৩) এবং উত্তরাখণ্ডের করবেট ন্যাশনাল পার্ক (১৯.৫৬) এর পরেই এটিকে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ঘনত্বের রিজার্ভ হিসেবে স্থান দিয়েছে।

সর্বশেষ সমীক্ষায় (২০২৪) কাজিরাঙ্গায় মোট ১৪৮টি প্রাপ্তবয়স্ক বাঘ শনাক্ত করা হয়েছে, যা ২০২২ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। এই বৃদ্ধিতে প্রথমবারের মতো অন্তর্ভুক্ত বিশ্বনাথ বন্যপ্রাণী বিভাগের ২৭টি বাঘের অবদান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *