August 27, 2025
SIRAP

রাজ্যে প্রবেশের পথে অসম পুলিশের হাতে আটক ফেন্সিডিল,ধৃত চালক। বহুদিন বিরতির পর ফের অসম পুলিশের হাতে আটক নেশাজাতীয় কফ সিরাপ ফেন্সিডিল।শনিবার সকাল আনুমানিক সোয়া আটটা নাগাদ পশ্চিমবঙ্গ থেকে আগরতলাগামী একটি WB65C/2852 নম্বরের লরি ট্রান্সপোর্টের খুচরো বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে ত্রিপুরা প্রবেশের মুখে অসম পুলিশের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে প্রবেশ করে।তখন অসম পুলিশের রুটিন তল্লাশিতে গাড়িতে থাকা তিলের বস্তার ভেতরে থাকা নেশা জাতীয় কফ সিরাপ ফেন্সিডিল উদ্ধার করা হয়।মোট কুঁড়ি কার্টুনে দু’হাজার দুইশো বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।যার কালোবাজারি মূল্য এগারো লক্ষ টাকা বলে জানায় অসম পুলিশ।সাথে আটক করা হয় লরির চালক রবিউল শেখকে।তার বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায়।অসম পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত চালক জানায়,সে কলকাতা থেকে ট্রান্সপোর্টের এই খুচরো পণ্য সামগ্রী গুলো নিয়ে আগরতলার উদ্যেশ্যে যাচ্ছিল।পুলিশ ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে।পাশপাশি ধৃত চালককে এদিনই শ্রীভূমি জেলা আদালতে সোপর্দ করে অসম পুলিশ।তবে আগরতলা হয়ে এখনো যে নেশা সামগ্ৰী অবাধে বাংলাদেশে পাচার হচ্ছে তা ফের একবার প্রমাণিত হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *