April 19, 2025
nabanna 3

বদলে গেল নিয়ম, ঘোষিত হলো সরকারের তরফে। রাজ্যে বাধ্যতামূলক হল সম্পত্তি কর নির্ধারণের জন্য স্বমূল্যায়ন অর্থাৎ সেল্ফ অ্যাসেসমেন্ট। আগেই রাজ্যের সব পুরসভায় এই পদ্ধতিতে চালু হয়েছে। এবার রাজ্যের গ্রামাঞ্চলেও একই পদ্ধতি চালু করতে উদ্যোগ নেওয়া হল পঞ্চায়েত দপ্তর তরফে।

নতুন জমি-বাড়ি কেনার পর রেজিস্ট্রেশনের সময়েই সেল্ফ অ্যাসেসমেন্ট বাধ্যতামূলক করা হচ্ছে রাজ্যে। জানা যাচ্ছে, কোনো ব্যক্তি নতুন কেনা সম্পত্তি কিনলে তার রেজিস্ট্রেশনের সাথেই ক্রেতার কাছে স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে সেল্ফ অ্যাসেসমেন্টের নোটিস। যদি কোনো ক্রেতা ওই প্রক্রিয়া সম্পন্ন না করে তাহলে আইনি পদক্ষেপের পথে হাঁটবে রাজ্য।

সম্পত্তি কর ফাঁকির প্রবণতা রুখতেই এই উদ্যোগ পঞ্চায়েত দপ্তরের। এদিকে সম্প্রতি অনলাইনে সম্পত্তি কর জমা দেওয়ার পদ্ধতি চালু করেছে পঞ্চায়েত দপ্তর। সবমিলিয়ে পুরসভাগুলির পাশাপাশি এবার পঞ্চায়েত এলাকায়ও এই নিয়ম চালু হয়ে গেলে গোটা রাজ্যই সম্পত্তি করের স্বমূল্যায়নের আওতায় চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *