
ঘোষিত হয়েছিল বেশ কিছুদিন আগেই। পূর্ব ঘোষণা মতোই চলছে কর্ম কার্য, রাজ্যের কথা ভেবেই নেওয়া হয়েছে নয়া উদ্যোগ। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই একাধিক ঘোষণা করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (ডিএজিজিইউএ) ও ধরতি আবা জন ভাগিদারী অভিযান প্রকল্পের আওতায় রাজ্যের ৭৭৫টি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটি, যার মধ্যে রয়েছে ৩৯২টি রাজস্ব গ্রাম, তারা উপকৃত হবে।
কৃষিমন্ত্রী, যিনি ‘ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান’ ও ‘ধরতি আবা জনভাগীদারি অভিযান’-এর জন্য পশ্চিম জেলার প্রভারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত, তিনি এই অভিযানে ব্যাপক সাফল্য আনতে সমস্ত জনজাতীয় নেতা ও কর্মীদের নিয়ে ভগৎ সিং যুব ছাত্রাবাসে একটি বৈঠক করেন।
মন্ত্রী নাথ বলেন, “ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে ত্রিপুরা সরকার রাজ্যজুড়ে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত ধরতি আবা জনভাগীদারি অভিযান শীর্ষক একটি সচেতনতা ও উপকার প্রদান অভিযান পরিচালনা করছে।”