November 21, 2024

পূর্ব ঘোষিত সময়েই শুরু হব মাধ্যমিক পরীক্ষা। এই মুহূর্তে চলছে পরীক্ষার প্রস্তুতি। এই আবহেই এবার দশম শ্রেণির ফাইনাল পরীক্ষা নিয়ে একটি নিয়মেই বদল করা হল। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বলা হয়েছে, এবার অনলাইনেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া হবে।

আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে ২০২৫ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। তার আগে ডিসেম্বর মাস থেকে শুরু হবে ফর্ম ফিল আপ। পর্ষদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১১টা থেকে এই প্রক্রিয়া শুরু হবে। চলবে ১৮ ডিসেম্বর রাত ১২টা অবধি।

মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে একটি ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেক মাধ্যমিক পরীক্ষার্থীর তথ্য সেই ওয়েবসাইটে আপলোড করে দিতে হবে বিদ্যালয়গুলিকে। এর আগে পর্ষদের তরফ থেকে ক্যাম্প অফিস করা হতো। উল্লেখ্য, আগামী বছর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। চলবে ২৪ ফেব্রুয়ারি অবধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *