July 2, 2025
Electric

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। সময় বদলানোর সাথে সাথেই রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে একাধিক পদক্ষেপ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ খাতে আধুনিকীকরণ ও স্বচ্ছতা আনতে ত্রিপুরা সরকার শীঘ্রই ড্রোন ব্যবহার করে রাজ্য জুড়ে বিদ্যুৎ চুরি ও অবৈধ হুকলাইন ব্যবহার শনাক্ত করবে।

পশ্চিম ত্রিপুরা জেলার সেকেরকোটে ৩৩ কিলোভোল্টের বিদ্যুৎ সাবস্টেশন উদ্বোধন করতে গিয়ে এই ঘোষণা দেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। এই সাবস্টেশন চালু হওয়ায় সেকেরকোট ও আশেপাশের এলাকার বাসিন্দাদের বিদ্যুতের গুণগত মান ও নির্ভরযোগ্যতা বাড়বে।

ত্রিপুরার বিদ্যুৎ উৎপাদনের উৎস নিয়ে মন্ত্রী জানান, রাজ্য মূলত গ্যাস-ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের উপর নির্ভরশীল। তবে গ্যাসের মজুদ কমে আসায় সরকার এখন সৌরশক্তির মতো নবায়নযোগ্য উৎসের দিকে মনোযোগ দিচ্ছে। “আগে ত্রিপুরা মাত্র ৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন করত, এখন আমরা ২৮ মেগাওয়াটের বেশি উৎপাদন করছি,” বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *