
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। “অনেক সময় ‘তু তু ম্যায় ম্যায়’ আমার কানে আসে, এসব বরদাস্ত করা হবে না”—প্রজ্ঞাভবনে নয়া তিন ফৌজদারী আইন বাস্তবায়নে কড়া সুরে সতর্কবার্তাও দেন মুখ্যমন্ত্রী।
পরিবর্তিত সময়ের প্রেক্ষিতে দেশের আইন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনে ২০২৪ সালের ১ জুলাই থেকে কার্যকর হয়েছে নতুন তিনটি ফৌজদারি আইন—ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, এবং ভারতীয় সাক্ষ্য আইন, ২০২৩। এছাড়াও, কার্যকর হয়েছে সংশোধিত এনডিপিএস আইন। দেড় শতাব্দী প্রাচীন ঔপনিবেশিক ভারতীয় দণ্ডবিধিকে সরিয়ে রেখে এই নতুন আইনের মাধ্যমে দেশজুড়ে ন্যায় ও শৃঙ্খলার নতুন দিগন্তের সূচনা হয়েছে।
রাজ্যে এই আইনগুলির কার্যকর বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দপ্তর। সেই উপলক্ষে আজ রাজধানীর প্রজ্ঞাভবনে আয়োজিত এক কর্মশালায় অংশ নেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহা নির্দেশক-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।