
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার নিয়োগ নিয়ে কড়া ফরমান নবান্নের।
দিন তিনেক আগে শিল্প বৈঠকে পশ্চিমবঙ্গের পুরসভাগুলিতে নিয়োগ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানান, বহু পুরসভা নিজেদের মর্জি মতো কর্মী নিয়োগ করছে। যা আগামী দিনে রাজ্য সরকারের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। সেই কারণে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে বাদ দিয়ে কোনও ভাবেই নিয়োগ করা যাবে না।
মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়ার পরেই রাজ্যের পুরসভাগুলির সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কাছে নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ দায়িত্ব থাকবে। পুরসভায় নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে হবে মিউনিসিপ্যাল কমিশনের কাছে।