
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, সরকারের তরফে উদ্যোগ নিয়েই নেওয়া হলো নয়া সিদ্ধান্ত। সরকারের তরফে শুরু করা হলো নয়া কর্মসূচি, কেন্দ্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের একলব্য ক্যাম্পাসে থেকে শুরু হলো ‘হিন্দি পাক্ষিক’। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় বিধি বিশ্ববিদ্যালয়, আগরতলার উপাচার্য প্রফেসর যোগেশ প্রতাপ সিংহ।
তিনি ভারতীয় জ্ঞানপদ্ধতি, সংবিধান এবং জাতীয় শিক্ষানীতি ২০২০-এ ভাষা প্রসঙ্গের তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের মূলভূখণ্ডে সর্বাধিক ব্যবহৃত ভাষা হিসেবে হিন্দি জাতীয় ঐক্যকে মজবুত করে চলেছে। কার্যক্রমের সমন্বয়ক ছিলেন সাহিত্য বিদ্যাশাখার সহকারী অধ্যাপক ড. স্বর্গ কুমার মিশ্র।
সংযোজিকা ছিলেন হিন্দি বিভাগের সহকারী অধ্যাপক ড. সোনমিত লেপচা। পাক্ষিক উপলক্ষে আগামী দিনগুলিতে নানা প্রতিযোগিতা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অধ্যাপক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মীরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করে তোলেন।