
জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ২৯ আগস্ট অসমে আসছেন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই ঘোষণা করে জানান যে, স্বরাষ্ট্রমন্ত্রী গুয়াহাটিতে নবনির্মিত রাজভবনের উদ্বোধন করবেন।
উদ্বোধনের পর অমিত শাহ সদ্য নির্বাচিত এনডিএ পঞ্চায়েত সদস্যদের সংবর্ধনা জানাতে একটি সম্মেলনে যোগ দেবেন। সন্ধ্যায়, তিনি অসমের প্রথম অ-কংগ্রেসী মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্ম শতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এরপর তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন।