
নয়া বিধি এল মাধ্যমিকের পরীক্ষার পরীক্ষকদের ঘিরে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে পরীক্ষকদের কাজের দিন ও ছুটি নিয়ে কিছু নিয়মের কথা জানান হয়েছে। সেই নিয়মে বলা হয়েছে যে, রবিবার যদি পরীক্ষকরা প্রধান পরীক্ষকের কাছে মাধ্যমিকের খাতা জমা দেওয়ার কাজ করেন, তবে সংশ্লিষ্ট পরীক্ষক অপর যে কোনও কর্মদিবসে ছুটি নিতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, আজ থেকেই শুরু মাধ্যমিকের খাতা বিতরণের কাজ। তারই আগে এসেছে এই নতুন নিয়ম।
পর্ষদ জানাচ্ছে যে, অন্যান্য আরও কয়েকটি দিনের সঙ্গে ২,৯, ও ১৬ মার্চ পড়েছে খাতা জমা দেওয়ার তারিখ এবং এই তিনদিনই পড়েছে রবিবার। নতুন নিয়মে বলা হয়েছে, কোনও পরীক্ষক যদি ওই তিন রবিবারের মধ্যে কোনও একদিন বা তিন দিনই খাতা জমা দেওয়ার কাজের সঙ্গে যুক্ত হন, তাহলে তিনি ছুটি পেতে পারবেন যে কোনও কর্মদিবসে। আর এই ছুটি মঞ্জুর করবেন সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক। তবে এক্ষেত্রে প্রধান পরীক্ষকের কাছ থেকে এই মর্মে প্রমাণ আনতে হবে যে, তিনি পরীক্ষার খাতা জমা দেওয়ার কাজই করেছেন।
উল্লেখ্য, মধ্যশিক্ষা পর্ষদ গত বছর থেকেই শিক্ষা সংসদের দেখানো পথেই এগিয়েছিলেন। সেই সময়ের নির্দেশিকায় বলা হয়েছিল, বোর্ডের পরীক্ষার খাতা দেখার জন্য সরকারি ছুটির দিনগুলিতেও আধিকারিকদের তাদের কাজ করতে হবে। তবে ওই দিনগুলিতে কাজ করার বদলে তাঁরা অন্য যেকোনও দিন নিতে পারবেন ছুটি। চলতি বছরে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয় মাধ্যমিক এবং ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শেষ হয়।