January 22, 2025

শেষ হয়েছে চলতি বছরের পূজা পর্ব, পাশাপাশি বছরও প্রায় প্রায় শেষের পথে। এবার ফের কাজে ফিরেছেন সরকারি কর্মীরা। এবার সরকারি কর্মীদের উদ্দেশে কড়া নির্দেশিকা জারি করল অর্থ দফতর। নেওয়া হল কড়া সিদ্ধান্ত।

দেরি করে অফিস আসা, সময়ের আগে বেরিয়ে যাওয়া! বহু সরকারি কর্মীর বিরুদ্ধে এহেন অভিযোগ উঠতে দেখা যায়। তবে এবার আর এসব চলবে না! কারণ এবার বায়োমেট্রিক অ্যাটেনডেন্স নিয়ে কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খাতায় সই অতীত! জারি করে বায়োমেট্রিক বাধ্যতামূলক করা হল।

রাজ্যের ডেপুটি সেক্রেটারি নাভেদ আখতার একটি নির্দেশিকা জারি করেছেন। সেখানে অর্থ দফতরের কর্মীদের ক্ষেত্রে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স বাধ্যতামূলক করার পাশাপাশি খাতায় সই বন্ধ করার কথা বলা হয়েছে। গত বছর মে মাসে অর্থ দফতর নবান্নে বায়োমেট্রিক অ্যাটেনডেন্স পদ্ধতি শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *