May 3, 2025
mamata 9

শুরু হয়েছে নতুন বছর। চলতি বছর ঘুরলেই শুরু নির্বাচন, অপেক্ষা মাঝে এক বছরের। এখন থেকেই প্রস্তুতি চলছে জোর কদমে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ইতিমধ্যেই রাজ্য জুড়ে চালু রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের একাধিক সরকারি প্রকল্প।

পৌরসভা এলাকার শহরের বাসিন্দাদের মতই তাঁর নজর রয়েছে গ্রামের মানুষদের দিকেও। তাই পৌরসভায এলাকায় যেমন শহরের বাসিন্দাদের সমস্ত সরকারী কাজে গতি আনতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে, তেমনই গ্রাম পঞ্চায়েত স্তরের বাসিন্দাদের আরো বেশি সরকারি সুবিধা দিতে তৈরি করা হয়েছে একটি নতুন অ্যাপ। এই অ্যাপটির নাম হল ‘বাংলার পঞ্চায়েত অ্যাপ’।

এই নতুন অ্যাপ চালু হওয়ার ফলে এবার থেকে পঞ্চায়েত অফিসের কাজ আরো বেশি সহজ হতে চলেছে। গুগল প্লে স্টোরে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে, ‘বাংলার পঞ্চায়েত’। পঞ্চায়েতের কাজ বা অন্য যেকোনো বিষয়ে সমস্যায় পড়লে অনলাইনে অভিযোগ করা যাবে।

পঞ্চায়েত থেকে থেকে টেন্ডার কিংবা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে, তা এই অ্যাপের মাধ্যমে সহজেই জানা যাবে। এমনকি এই সরকারি অ্যাপের সাহায্যে অনলাইনে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট-ও বুক করা যাবে। এই অ্যাপের পঞ্চায়েত পরিচালিত গেস্ট হাউসও সহজে বুক করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *