August 27, 2025
sikkim

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে। সিকিমের রাজ্যসভার সাংসদ দর্জি ছেড়িং লেপচা কেন্দ্রকে আহ্বান জানিয়েছেন সিকিম ও তিব্বতের মধ্যে থাকা সীমান্তকে “ইন্দো-তিব্বত সীমান্ত” নামে সরকারিভাবে স্বীকৃতি দিতে, বর্তমান প্রচলিত “ইন্দো-চীন সীমান্ত” শব্দবন্ধের পরিবর্তে।

সিকিমের পূর্ব জেলার সীমান্ত গ্রাম মাচং পরিদর্শনের সময় লেপচা বলেন, “আমি বাজেট অধিবেশনে সংসদে এই ইস্যুটি তুলেছিলাম যে এটি চীনের নয়, তিব্বতের সীমান্ত।” তিনি আরও বলেন, “কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিতে হবে সেনাবাহিনী, বিআরও-এর মতো কেন্দ্রীয় সংস্থাগুলিকে যেন তারা এটিকে ‘ইন্দো-তিব্বত সীমান্ত’ বলে উল্লেখ করে, ‘ইন্দো-চীন’ নয়।”

এই দাবিটি তিনি ২০২৪-এর বর্ষাকালীন সংসদ অধিবেশনেও উত্থাপন করেছিলেন, সরকারি নথিপত্র ও সকল আনুষ্ঠানিক যোগাযোগে এই নামান্তর প্রয়োগের দাবিতে। লেপচা আরও বলেন, “দু’দিন আগে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডুও ঠিক এমনই একটি বিবৃতি দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে এটি তিব্বতের সীমান্ত, চীনের নয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *