April 18, 2025
train 3

রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। এবার খুব শীঘ্রই দেশের মাটিতে ভারতীয় রেলের উদ্যোগে শুরু হচ্ছে হাইড্রোজেন ট্রেন। চলতি বছরের শেষের দিকেই অত্যাধুনিক হাইড্রোজেন ট্রেন বাণিজ্যিকভাবে শুরু করতে পারে পরিষেবা।

জানা যাচ্ছে, হাইড্রোজেন ট্রেন টেস্টিংয়ের সময় কিছু যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছে। সেই ত্রুটি মেরামত করে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু হতে লেগে যেতে পারে আরও কিছুটা সময়। ভারতীয় রেল সুত্রে খবর, দেশের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু করতে পারে কালকা-সিমলা হেরিটেজ রুটে। ৯৬ কিলোমিটারের এই রেলপথে হাইড্রোজেন ট্রেন চরমভাবাপন্ন তাপমাত্রাতেও ছুটতে সক্ষম হবে।

হাইড্রোজেন ট্রেনে একসাথে সফর করতে পারবেন ২৬৩৮ জন যাত্রী। ৫ ডিগ্রি থেকে ৩৫ ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সিঙ্গেল সেলেই এই বিপুল সংখ্যক যাত্রী নিয়ে অনায়াসে হাইড্রোজেন ট্রেন অতিক্রম করে ফেলবে কালকা থেকে সিমলার দূরত্ব। এই ট্রেনের গতিবেগ হতে পারে ঘন্টায় সর্বোচ্চ ১১০ কিলোমিটার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *