October 13, 2025
jotipriyo mollik

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতির মামলায় আবারও আটকে গেল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন।

এই মামলায় প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ছাড়াও গ্রেপ্তার হয়েছিলেন আরও কয়েকজন। তাঁরা সবাই জামিন পেয়েছেন। একমাত্র জেলে আছেন জ্যোতিপ্রিয় মল্লিক। যথারীতি জ্যোতিপ্রিয় মল্লিকের জামিন আটকাতে ইডির অস্ত্র ছিল ‘প্রভাবশালী’ তকমা।

যদিও জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবীরা আগেই তাঁর ‘প্রভাবশালী’ তত্ত্ব খারিজ করে দিয়েছিলেন। কিন্তু ইডির দাবি তাঁর কাছে এখন মন্ত্রিত্ব না থাকলেও প্রভাব কমেনি একফোঁটা। কারণ এই রেশন দুর্নীতির ‘মূলচক্রী’ নাকি জ্যোতিপ্রিয় নিজেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *