
একাধিকার উঠেছে অভিযোগ, তবুও কাজ হয়নি কোনোকিছুই। খোয়াই জেলার গৌরনগর এলাকায় প্রায় ২৫ বছর ধরে একটিমাত্র জরাজীর্ণ রাস্তা দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন হাজারো মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। বর্ষাকালে এই রাস্তা কাদায় পরিণত হয়, আর শুকনো মৌসুমে ধুলোর ঝড়ে হাঁটা-চলা কষ্টকর হয়ে পড়ে।
জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্সও ঠিকভাবে চলাচল করতে পারে না। স্থানীয় এক বাসিন্দা বলেন, এমন রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করতে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কারের জন্য আবেদন করা হলেও কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীরা অভিযোগ করেন, প্রতিটি নির্বাচনের আগে জনপ্রতিনিধিরা রাস্তা সংস্কারের আশ্বাস দিলেও নির্বাচনের পর কেউ খোঁজ নেয় না। বিভিন্ন সময়ে স্থানীয় প্রশাসন ও জেলা পরিষদে লিখিত অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি।