November 21, 2024

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় গত শনিবার থেকেই আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে এগিয়ে এলেন সিনিয়র চিকিৎসকরা।

জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে অনশনের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে এই ঘোষণা করা হয়েছে। এদিন জুনিয়র চিকিৎসকদের ডোরিনা ক্রসিংয়ের ধর্নাস্থলে যান সিনিয়র ডাক্তাররা। তাঁদের পাশে দাঁড়িয়ে অনশনে বসার সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে একই মঞ্চে অনশনের ক্ষেত্রে পুলিশ অনুমতি দেবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। সেক্ষেত্রে বিকল্প জায়গা ভাবতে হবে সিনিয়র চিকিৎসকদের। আরজি কর কাণ্ডের প্রেক্ষিতে দশ দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। এই অনশনের স্বচ্ছতা নিয়ে যাতে কোনও রকম প্রশ্ন না ওঠে সেই কারণে অনশন মঞ্চে সিসিটিভি ক্যামেরা বসানোর কথাও ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *