April 19, 2025
Kolkata Municipal Corporation building, India

Kolkata, India - September 11, 2016: A man walks past the office of the Kolkata Municipal Corporation, West Bengal state, India. Established in 1876, the corporation administers 144 wards in the city.

বদলাচ্ছে সময়, প্রতিনিয়ত যুগের সাথে বদলে চলেছে সব কিছু। এবার সময়ের সাথে তাল মিলিয়ে চলতেই বিল্ডিং প্ল্যান অনুমোদন নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে রাজ্য। এবারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার।

২০২৫ সালের শুরু থেকে রাজ্যের পুরসভা এলাকায় বিল্ডিং প্ল্যানের অনুমোদন মিলবে শুধুমাত্র অনলাইনে। অফলাইন পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এতদিন পুরসভায় গিয়ে বিল্ডিং প্ল্যানের আবেদন করা ও তার অনুমোদন করিয়ে আনা যেত। পুরোনো ব্যবস্থায় সম্পূর্ণ বদল হতে চলেছে।

২০২১ সালের শেষ থেকে বাংলায় অনলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদনের পরিষেবা চালু হলেও এখনও বেশিরভাগ পুরসভাতেই সেই অফলাইনে বিল্ডিং প্ল্যান অনুমোদন পাচ্ছে। প্রশাসনের মতে এভাবে চললে অবৈধ নির্মাণ ও দালাল দুইয়ের প্রবণতা থেকে যাচ্ছে। তাই গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতেই এই পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *