
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE) ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে নবম শ্রেণির মূল বিষয়গুলিতে চালু করতে চলেছে ওপেন-বুক অ্যাসেসমেন্ট পদ্ধতি। ভাষা, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানে প্রতি টার্মের তিনটি লিখিত পরীক্ষার মধ্যে এক বা একাধিক পরীক্ষা হবে বই দেখে। জুন মাসে বোর্ডের গভর্নিং বডির বৈঠকে প্রস্তাবটি অনুমোদন পেয়েছে।
জাতীয় শিক্ষানীতি (NEP) ২০২০ ও ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর স্কুল এডুকেশন (NCFSE) ২০২৩-এর নির্দেশনা অনুযায়ী নেওয়া এই পদক্ষেপের উদ্দেশ্য—শিক্ষার্থীদের মুখস্থ নির্ভর পড়াশোনা থেকে সরিয়ে এনে বিশ্লেষণ, যুক্তি এবং বাস্তব প্রয়োগের দক্ষতা গড়ে তোলা। পরীক্ষার সময় তারা টেক্সটবুক, ক্লাস নোট বা অন্যান্য রেফারেন্স ব্যবহার করতে পারবে।
CBSE-র পাইলট প্রকল্পে (ডিসেম্বর ২০২৩–ফেব্রুয়ারি ২০২৪) নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ওপেন-বুক পরীক্ষা নেওয়া হয়েছিল। তাতে নম্বরের পরিসর ছিল ১২% থেকে ৪৭%। যদিও ফলাফল ইঙ্গিত দেয় যে ধারণা প্রয়োগে এখনও চ্যালেঞ্জ রয়েছে, তবু অধিকাংশ শিক্ষক উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।
উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালে নবম ও একাদশ শ্রেণির কিছু বিষয়ের জন্য ‘ওপেন টেক্সট বেসড অ্যাসেসমেন্ট’ চালু হয়েছিল, যা ২০১৭-১৮ সালে বন্ধ হয়। এবার বোর্ড মানসম্মত নমুনা প্রশ্নপত্র তৈরি করবে, যাতে প্রশ্নের মান ও সমালোচনামূলক চিন্তাকে অগ্রাধিকার দেওয়া যায়।
বোর্ডের আশা, এই নতুন ব্যবস্থা পরীক্ষার চাপ কমাবে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী ও ধারণাভিত্তিক শিক্ষায় উৎসাহিত করবে।