July 29, 2025
SIL 1

জম্মু ও কাশ্মীরের দাচিগাম অরণ্যের মহাদেব রিজ এলাকায় যৌথ অভিযান চালিয়ে ভারতীয় সেনা ও জম্মু-কাশ্মীর পুলিশ খতম করল তিন পাকিস্তান মদতপুষ্ট জঙ্গিকে।OperationMahadev নামে পরিচিত এই অভিযানে জঙ্গিদের সঙ্গে তীব্র গুলির লড়াই হয়। এখনও পর্যন্ত তিন জঙ্গির দেহ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতদের পরিচয় এখনও নিশ্চিত নয়। তবে অনুমান, এরা সম্প্রতি পহেলগামে হওয়া সন্ত্রাসবাদী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকতে পারে। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, ঘটনাস্থল থেকে একে-৪৭ রাইফেল, ১৭টি রাইফেল গ্রেনেড ও আরও বেশ কিছু সামরিক সামগ্রী উদ্ধার হয়েছে।

অভিযান এখনও চলছে বলে জানিয়েছে সেনা সূত্র। নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, অপারেশন চলাকালীন অঞ্চলটিকে ঘিরে ফেলে তল্লাশি চালানো হয় ও যথেষ্ট সাফল্য মেলে।

অভিযানের কিছু দৃশ্য ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে সেনা ও পুলিশ বাহিনী কীভাবে সুনির্দিষ্ট কৌশলে অভিযান চালায়।

ঘটনার পরিপ্রেক্ষিতে গোটা অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। আরো জানা গেছে জঙ্গিদের পরিচয় জানার জন্য তদন্ত চলছে ও এদের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য বের করার কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *