
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে হঠাৎ করেই আসামের বিভিন্ন অংশে নেমে আসে ভারী বৃষ্টিপাত ও ঝড়।
আকস্মিক এই প্রাকৃতিক দুর্যোগে পুরোপুরি অপ্রস্তুত ছিলেন রাজ্যের সাধারণ মানুষ। উত্তর-পূর্ব বিহার ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (আরএমসি), গুয়াহাটি, রাজ্যের একাধিক জেলায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টির বিশেষ পূর্বাভাস জারি করেছে।
ভারত আবহাওয়া দপ্তর (আইএমডি) জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে ৪.৫ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এই সিস্টেমটি বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টেনে আনছে, যার ফলে আসাম জুড়ে ব্যাপক বৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ ঝড়ো হাওয়া বইছে। তবে পশ্চিম আসামের চিরাং এবং কোকরাঝাড় জেলা সহ কিছু বিচ্ছিন্ন জায়গায় অতি ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।